Looking For Anything Specific?


 

বাংলাদেশের সবচেয়ে বড় "ডিজিটাল মার্কেটিং" প্লাটফর্মে আপনাকে স্বাগতম!

"ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স"

ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বর্তমানে বাংলাদেশে হাজারটারও বেশি কোর্স রয়েছে। এত্ত সব কোর্স থাকার কারণ কি জানেন? হুম, খুব কম কোর্সই আছে, যেখানে একটি কোর্সয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটাকে পরিপূর্ণ ভাবে শেখানো হয়েছে। বাংলাদেশের প্রায় ৯৫% প্রতিষ্ঠানেই ডিজিটাল মার্কেটিং কোর্সটিকে ভেঙ্গে ভেঙ্গে ৫-১০ টা কোর্স বানিয়ে শিক্ষায়। যেমন: এস.এই.ও কোর্স, ফেইসবুক মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং কোর্স ইত্যাদি ইত্যাদি। অথচ এ-সবগুলো মিলিয়েই ডিজিটাল মার্কেটিং কোর্স। তাই আমাদের কাছে পাচ্ছেন- “ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স” 


LinkPedia Web Directory

ডিজিটাল মার্কেটিং এর বড় ২০টি সেক্টর শেখানো হবে এই কোর্সটিতে!

যেগুলো শিক্ষার মাধ্যমে যে কেউ এই সেক্টরে পরিপূর্ণভাবে স্কিলড হতে পারবে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে সফলভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ!

Post a Comment

0 Comments