Looking For Anything Specific?


 

ফ্রিল্যান্সিং নিয়ে নতুনদের জন্য পরিপূর্ণ গাইডলাইন 2022

ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।




২০২২ সালে এসে ফ্রিল্যান্সিং এখন গরিবের আকাশ ছোয়া স্বপ্ন পূরণ করা ক্যারিয়ারের নাম হিসেবে সমাদৃত হয়েছে। শুধু গরিব বললে ভুল হবে, বর্তমানে অনেক বি সি এস পাস করা লোকজনও ফ্রিল্যান্সিং করছে। সরকারি বেসরকারি হাজারো ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি দেয়া যাবে।

ফ্রিল্যান্সিং সেক্টরটিতে যোগ্য লোকদের চাহিদা অনেক বেশি হয়ে থাকে। যারা কাজ পড়ার সাথে সাথে ইংলিশ এ ভালো তারা প্রতি মাসে কয়েক লক্ষাধিক টাকা উপার্জন করতে পারে ফ্রিল্যান্সিং করে। মাত্র কয়েক বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে রীতিমত কোটিপতি হয়ে গেছে এমন ফ্রিল্যান্সারের সংখ্যাও কম নয়। টাকার অঙ্ক শুনে বিষয়গুলো আপনার কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হলো ফ্রিল্যান্সিং এবং এক মুক্ত খনির নাম যেখানে যে একবার পৌঁছাতে পারে তার কাছে কোটি টাকা কয়েক হাজার টাকার মতো মনে হয়।

এখন আপনার মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে যে কোটি টাকা কেন হাজার টাকার মতো মনে হবে? তাই না?
 
একজন ফ্রীলান্সার যখন কাজ করে তখন সে USD ডলারে পেমেন্ট পায়, স্বাভাবিকভাবে এই পেমেন্ট অনেক কম মনে হয় কিন্তু এটা যখন BDT মানে বাংলা টাকায় কনভার্ট করা হয় তখন just BOOM! তাই কখন যে আপনিও এত্ত টাকা ইনকাম করে ফেলেছেন তা বুঝেও উঠতে পারবেনা।

কিন্তু এত কিছুর পরেও সবাই ফ্রিল্যান্সিং করতে পারেনা বা এই সেক্টরে সফল হতে পারেনা। কিছুদিন চেষ্টা করে ব্যর্থ হয় হাল ছেড়ে দিয়ে ঝরে পড়ে ফ্রিল্যান্সিং নামক স্বপ্নের দুনিয়া থেকে।

কেন এমনটা হয় আর কি করিলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন সে বিষয়েই আজকে পরিপূর্ণ গাইডলাইন দেব ইনশাআল্লাহ! আশা করছি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ!

সম্পূর্ণটা পড়তে এই লিংকটি ভিজিট করুন> https://marketerrashed.com/freelancing-guide-bangla/

#freelancing #freelancinglife #freelancingtips #FreelancingCourse

Post a Comment

0 Comments