কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়?
![]() |
কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়? |
ধাপ ১ । প্রথমে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে।
ধাপ ২। তারপর ব্রাউজার থেকে গুগলে যেতে হবে।
ধাপ ৩। তারপরে সাইন ইন এ ক্লিক করতে হবে।
![]() |
How to create a Gmail account 2020 |
![]() |
How to create a Gmail account 2020 |
![]() |
How to create a Gmail account 2020 |
ধাপ ৬। তারপর একটি ফরম আসবে এটা ঠিকমতো পূরণ করতে হবে, ফাস্ট নেম লাস্ট নেম, ইউজার নেম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি সঠিকভাবে সবকিছু পূরণ করতে হবে।
![]() |
How to create a Gmail account 2020 |
নোটঃ উজার নেম হল আপনার ইমেইল আইডি। এটি আপনার নামের সাথে আরো কিছু অ্যাড করে তারপরে বানাতে হবে।
ধাপ ৭। প্রথম পেজটি সম্পূর্ণ পূরণ করা হলে নেক্সট এ ক্লিক করতে হবে।
ধাপ ৮। তারপরে নতুন পেজ ওপেন হবে, এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে।
ধাপ ৯। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড কোড এ ক্লিক করতে হবে।
![]() |
How to create a Gmail account 2020 |
![]() |
How to create a Gmail account 2020 |
ধাপ ১০। তারপরে আপনার নাম্বারে একটা ৬ ডিজিটের কোড দিবে সেটা এখানে দিতে হবে।
ধাপ ১১। কোডটি দিয়ে কনফার্ম এ ক্লিক করতে হবে।
ধাপ ১২। তারপর একটি বড় পেজ আসবে সেটা উপর থেকে নিচে স্ক্রল ডাউন করে নামতে হবে।
ধাপ ১৩। তারপরে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। আপনার কাজ শেষ!
ধাপ ১১। কোডটি দিয়ে কনফার্ম এ ক্লিক করতে হবে।
ধাপ ১২। তারপর একটি বড় পেজ আসবে সেটা উপর থেকে নিচে স্ক্রল ডাউন করে নামতে হবে।
![]() |
How to create a Gmail account 2020 |
ধাপ ১৩। তারপরে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। আপনার কাজ শেষ!
আপনি সফল ভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে সক্ষম হয়েছেন । এখন আবার গুগলে গিয়ে সাইন ইন এ ক্লিক করে আপনার আইডি পাসসাওরদ দিয়ে জিমেইল এ প্রবেশ করুন।
![]() |
How to create a Gmail account 2020 |
তারপরেও যদি আপনার কোথাও বুজতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে জানান উত্তর দেয়ার চেষ্টা করবো ইনসাআল্লাহ্ । আজ তাহলে এ পর্যন্তই থাক। সামনে অন্য কোনো বিষয় নিয়ে লিখার চেষ্টা করবো। সবাইকে সাথে থাকার আমন্ত্রণ রইলো। নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন । আল্লাহ-হাফেজ ।
0 Comments