আজকে আমরা শিখব কিভাবে একটি সুন্দার ফেসবুক পেজ তৈরি করা যায়।
ধাপ ২ । তারপর Create অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৩ । তারপরে Create এ পেজ/ Create এ নিউ পেজ এ ক্লিক করতে হবে।
ধাপ 5 । তারপর এখানে পেজের নাম ও পেজের Category Select করে দিতে হবে।
ধাপ ৭ । এখানে পেজের কভার ফটো দিতে হবে। তারপরে নেক্সট এ ক্লিক করতে হবে।
ধাপ ৮ । আপনার পেজটি তৈরি হয়ে গেছে ।
নোটঃ ইউজার নেম হল একটি পেজের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এটির সাহায্যে মানুষজন খুব সহজেই পেজটিকে খুঁজে পাবে। তাই অবশ্যই পেজ এর ইউজার নেমটি খুব সুন্দর হতে হবে।
কাজ ৪ । পেজটিতে যেন আপনার টার্গেটেট ভিসিটরা খুব সহজেই যোগাযোগ করতে পারে, সে জন্য ফোন নাম্বার ও ইমেইল যুক্ত করে দিতে হবে। সম্ভব হলে ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
একটি ফেসবুক পেজ এর মাধ্যমে যেকোনো একটি বিষয় খুব সহজেই লাখ-কটি মানুষের নিকটে পৌঁছে দেয়া যায়। তার জন্য প্রয়োজন হয় সুন্দর ও মানসম্মত একটি পেজ তৈরি করা। তাই আজকে আমারা এই লেসনে শিখবো যে কিভাবে একটি সুন্দর ও মার্জিত ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক>>>
বিদ্রঃ এখানে আমি আমার নিজের পার্সোনাল ফেসবুক পেজ তৈরি করে দেখাবো।
ধাপ ১ । প্রথমে আমাদের পারসনাল ফেসবুক অ্যাকাউন্ট এ লগ ইন করতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
ধাপ ২ । তারপর Create অপশনে ক্লিক করতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
ধাপ ৩ । তারপরে Create এ পেজ/ Create এ নিউ পেজ এ ক্লিক করতে হবে।
ধাপ ৪ । তারপর এখানে পেজের Category Select করে দিতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
![]() |
How_create_facebook_page_bangla |
ধাপ ৬ । এখানে পেজের প্রোফাইল ফটো দিতে হবে। তারপরে নেক্সট এ ক্লিক করতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
ধাপ ৭ । এখানে পেজের কভার ফটো দিতে হবে। তারপরে নেক্সট এ ক্লিক করতে হবে।
![]() |
How_create_facebook_page_bangla |
ধাপ ৮ । আপনার পেজটি তৈরি হয়ে গেছে ।
![]() |
How_create_facebook_page_bangla |
এখন আরো কিছু কাজ করতে হবে যেন আপনার পেজটি আরো বেশি সুন্দর ও মার্জিত হয়।
কাজ ১ । পেজটির একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। এর জন্য পেজটির নামের নিচে Create এ ইউজার নেম এ ক্লিক করতে হবে । তারপরে পেজটির সাথে মিলে এমন একটি ইউজার নেম খুঁজে দিতে হবে। তারপরে সেভ এ ক্লিক করতে হবে।
![]() |
How_create_facebook_page_User_name_bangla |
নোটঃ ইউজার নেম হল একটি পেজের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এটির সাহায্যে মানুষজন খুব সহজেই পেজটিকে খুঁজে পাবে। তাই অবশ্যই পেজ এর ইউজার নেমটি খুব সুন্দর হতে হবে।
কাজ ২ । পেজটির About Section এ পেজটির কোন সম্পর্কে তা বিস্তারিত লিখতে হবে সুন্দর করে। তারপরে সেভ দিতে হবে।
![]() |
How_create_facebook_page_User_name_bangla |
কাজ ৩ । পেজটির Our Story সুন্দর একটি ছবি দিতে হবে এবং পেজটির যাবতীয় সব গল্প ও বর্ণনা দিতে হবে। তার পরে তা সেভ করতে হবে।
![]() |
How_create_facebook_page_বাংলা |
কাজ ৪ । পেজটিতে যেন আপনার টার্গেটেট ভিসিটরা খুব সহজেই যোগাযোগ করতে পারে, সে জন্য ফোন নাম্বার ও ইমেইল যুক্ত করে দিতে হবে। সম্ভব হলে ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে।
কাজ ৫ । এটি খুবি গুরুত্বপূর্ণ । পেজটিতে সকল ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে লাইক দেয়ার জন্য।
বোনাস কিছু কার্যকরী টিপস ::
১। পেজে নিয়মিত ভালো ভালো পোস্ট করতে হবে।
২। যদি সম্ভব হয় তাহলে ফেসবুক এ বুস্ট করে হাজার দশে লাইকে নিতে হবে। টাকা খরজ করে লাইক না নিলেও হবে, নিয়মিত ভালভাবে কাজ করলে এমনিতেই আস্তে আস্তে পেজটি বড় হতে থাকবে।
৩। পেজটিকে ভালভাবে মার্কেটিং করতে হবে যেন সবার কাছে পরিচিত হয়। পেজটির মার্কেটিং করার জন্য নিয়মিত পেজটির পোষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করতে হবে। বন্দু দের বেশি বেশি ইনভাইট করতে হবে। মনে রাখতে হবে যে, পেজটি জনপ্রিয় করতে হলে নিয়মিত ভালো ভালো কার্যকরী পোস্ট করার কোনো বিকল্প নেই । ভালো কিছু পেলে মানুষ অবশ্যই পেজটিতে আসবে লাইকে দিবে শেয়ার করবে সাথে থাকবে।
চেষ্টা করেছি খুব সহজকরে স্বল্প সময়ে বিস্তারিত বুজিয়ে দিতে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কার কিছু বুজতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেয়ার চেষ্টা করবো। আজ তাহলে এ পর্যন্তই থাক। সামনে অন্য কোনো বিষয় নিয়ে লিখার চেষ্টা করবো। সবাইকে সাথে থাকার আমন্ত্রণ রইলো। নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন । আল্লাহ-হাফেজ ।
0 Comments